Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
সুপ্রীম কোর্ট
বিস্তারিত

সুপ্রীম কোর্ট , অধঃস্তন আদালতসমূহ এবং ট্রাইবুনালসমূহ সমন্নয়ে বাংলাদেশের বিচার বিভাগ গঠিত । আপীল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ সুপ্রীম কোর্টের অন্তরভূক্ত । ইহা দেশের সর্বোচ্চ আদালত । অন্যান্য আদালত এবং ট্রাইবুনালসমূহ এর অধঃস্তন । হাইকোর্ট বিভাগের রায়, ডিক্রী , অর্ডার বা শাস্তির বিরুদ্ধে আপীল শুনানী এবং নিষপত্তির এখতিয়ার আপীল বিভাগের রয়েছে । প্রত্যেক বিভাগ এবং যে কোন অধঃস্তন আদালতের কর্মপদ্ধতি নিয়োন্ত্রণের জন্য এর বিধি প্রণয়ণের ক্ষমতা রয়েছে ।

                

যদিও হাইকোর্ট বিভাগ সুপ্রীম কোর্টের একটি বিভাগ , তথাপি প্রয়োগগত উদ্দেশ্যে এর ক্ষমতা , কার্যাবলী এবং এখতিয়ার-এর কারণে ইহা একটি স তন্ত্র আদালত , যা সংবিধান এবং বিভিন্ন আইনে সুনির্দিষ্টভাবে বর্ণনা এবং নির্ধারণ করা হয়েছে । এর আপীল এবং আদি উভয় এখতিয়ার রয়েছে । ইহা অধঃস্তন আদালত এবং ট্রাইবুনালসমূহের আদেশ , ডিক্রী এবং রায়সমূহের আপীল শুনানী করে থাকে । সংবিধানের ১০২ অনুচ্ছেদানুযায়ী রীট আবেদনসমূহের শুনানীর জন্য এর আদি এখতিয়ার রয়েছে , যা অসাধারণ সাংবিধানিক এখতিয়ার হিসেবে পরিচিত । কোমপানী এবং এডমিরালটি বিষয়ে এর আদি এখতিয়ার রয়েছে । সংবিধানের ১০১ অনুচ্ছেদানুযায়ী বিশেষ ক্ষেত্রসমূহে মামলাসমূহের শুনানী এবং নিষপত্তির জন্য মৌলিক এখতিয়ার সম্পূণ আদালত হিসেবে কাজ করার ক্ষমতা এবং এখতিয়ার হাইকোর্ট বিভাগের রয়েছে ।