Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইডেন ভবন গণর্পূত বিভাগ
বিস্তারিত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত অধিদপ্তর এর অধীন ইডেন ভবন গণপূর্ত বিভাগ, ঢাকা এর অফিস বাংলাদেশ সচিবালয়ের ১৮/সি নং সেডে অবস্থিত। বাংলাদেশ সচিবালয়ের সকল অফিস ভবন, কেন্দ্রীয় পরিবহন পুল ভবন রাস্তা, ড্রেন এর যাবতীয় রক্ষণাবেক্ষণ, নির্মাণ, পরিস্কার-পরিচ্ছন্নতা কাজসহ সকল মেরামত কাজের সেবা ইডেন ভবন গণপূর্ত বিভাগ কর্তৃক প্রদান করা হয়ে থাকে। উক্ত বিভাগে একজন নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে দুইজন উপ-বিভাগীয় প্রকৌশলী, একজন সহকারী প্রকৌশলী, নয়জন উপ-সহকারী প্রকৌশলী, একজন বিভাগীয় হিসাবরক্ষকসহ ১০৮জন কর্মচারী কর্মরত রয়েছে। এছাড়া অত্র বিভাগের অধীন তিনজন কেয়ারটেকারের আওতায় ১৬৩জন এম,এল,এস,এস (ফরাশ) ও ২১৬ জন সুইপার বাংলাদেশ সচিবালয় ও ১২-তলা পরিবহন পুল ভবন (৬-১২ তলা) এর কেয়ারটেকিং এর দাপ্তরিক কাজে নিয়োজিত আছেন।

 

বাংলাদেশ সচিবালয় মোট ১৭.০০ একর জমির উপর অবস্থিত এবং বিদ্যমান ভবন সমূহের তালিকা নিম্নে উদ্বৃত্ত করা হলো :

(১)    ভবন নং-১ ৪র্থ তলা বিশিষ্ট।

(২)    ভবন নং-২ ৪র্থ তলা বিশিষ্ট।

(৩)    ভবন নং-৩ ৪র্থ তলা বিশিষ্ট।

(৪)    ভবন নং-৪ ৯ম তলা বিশিষ্ট।

(৫)    ভবন নং-৫ ৪র্থ তলা বিশিষ্ট।

(৬)    ভবন নং-৬ একুশ তলা বিশিষ্ট।

(৭)    ভবন নং-৭ ৯ম তলা বিশিষ্ট।

(৮)    ভবন নং-৮ ৪র্থ তলা বিশিষ্ট।

(৯)    ভবন নং-৯ ৫ম তলা বিশিষ্ট।

(১০)  ভবন নং-১০ ২য় তলা (ডে-কেয়ারসেন্টার) বিশিষ্ট।

(১১)  ২য় তলা অভ্যর্থনা ও সিসিটিভি ভবন (স্ক্যানার ভবন) সহ বিভিন্ন স্থাপনা।

 

বর্ণিত ভবন সমূহে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর, মাননীয় মন্ত্রী ও সচিব মহোদয়গণের অফিসসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তরসমূহ বিদ্যমান রয়েছে। এছাড়াও আলাদা কম্পাউন্ডে ১টি ৫ম-তলা বিশিষ্ট কেন্দ্রীয় পরিবহন পুল অফিস ভবন ও ১টি ১২-তলা বিশিষ্ট কেন্দ্রীয় পরিবহন পুল ভবন বিদ্যমান রয়েছে যার ৫ম তলা পর্যন্ত গ্যারেজ ও ৬ষ্ঠ হইতে ১২-তলা পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের অফিস স্থাপনা বিদ্যমান। গণপূর্ত অধিদপ্তর প্রণীত আগষ্ট, ২০০৭ সালের সিটিজেন চার্টার মোতাবেক ইডেন ভবন গণপূর্ত বিভাগ বর্ণিত অফিস ভবন সমূহে প্রয়োজনীয় সেবা প্রদান করতে অংগীকারবদ্ধ।

ছবি
label.column.field_office_cism

সরকারের বিভিন্ন সেবা প্রদান কাজে সহায়তা করে থাকে।

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার এর আওতায় অত্র বিভাগের সেবা কার্যক্রমের লক্ষ্য বা কর্মসূচী নিম্নরূপ:

 

সেবার প্রকৃতি

সেবা প্রদানের সময়সীমা

মন্তব্য

(ক) দরজা/জানালার কাঁচ পরিবর্তনসহ সঠিকভাবে খোলা ও বন্ধের ব্যবস্থা।

১-২ দিন

অভিযোগ প্রাপ্তির পর সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা গ্রহণ করে থাকে।

(খ) দরজা/জানালায় বড় ধরনের মেরামত অথবা পরিবর্তন

১-৭ দিন

কাজের প্রকৃতি এবং প্রয়োজনীয়তা হিসেবে গুরুত্ব দেয়া হয়।

(গ) পানির কল, পুশ সাওয়ার, কমোড/প্যান এর ফ্ল্যাশ পদ্ধতি সচল করাসহ টয়লেট পানি রোধক করন

১-২ দিন

১-৩ মাসের মজুদ মালামাল থেকে পানি সরবরাহ/পয়:ব্যবস্থা/পানি নিরোধক জরুরী কাজ সম্পন্ন করা হয়।

(ঘ) ছাদের যথাযথ পানি নিষ্কাশন ও পানির ট্যাংক এর ছিদ্র বন্ধসহ পানির অপচয় রোধ

১-৩ দিন

(ঙ) স্যানিটারি ও প্লাম্বিং ব্যবস্থা চালু রাখা যথা: প্যান, কমোড, বেসিন, পানির পাইপ, নিষ্কাশন পাইপ, পানির মোটর মেরামত/পরিবর্তন ইত্যাদি।

১-৩ দিন

ষ্টকে বেসিন, প্যান বা মোটর ইত্যাদি মজুদ রেখে স্বল্পতম সময়ে প্রতিস্থাপন করা হয়।

(চ) স্বাভাবিক পূর্ত কাজে রং সহ সার্বিক মেরামত।(General Type maintenance)

 

প্রতি ৩ বছর অন্তর সম্পাদন করা হয়।

label.column.field_projects

 

উন্নয়ন প্রকল্প : নিন্মে প্রকল্প সমুহ অত্র বিভাগের আওতায় বাস্তবায়িত হচ্ছে :

 

১।   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অগ্রাধিকার প্রকল্পের নিন্ম ও মধ্যম আয়ের জনগণের বাসস্থানের জন্য নির্মানাধীন উত্তরা এপার্টমেন্ট প্রজেক্ট এর লট নং-২১ এর ২টি ১৬-তলা ভবন নির্মান কাজ।

 

২।   সচিবালয়ের অভ্যন্তরে ১২-তলা অফিস ভবন নির্মান।

 

      অত্র দপ্তরের আওতাধীন কর্মকর্তাদের অফিস ফোন ও মোবাইল ফোন নম্বর সহ কাজের পরিধি উল্লেখ পূর্বক একখানা চার্ট নিম্নে উদ্ধৃত করা হলো।

যোগাযোগ

নির্বাহী প্রকৌশলী
ইডেন ভবন গণপূর্ত বিভাগ,
বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০।
ফোনঃ ০২-৯৫৪০০১৮
ফ্যাক্সঃ ০২-৭১৬২৩৯২
মোবাইলঃ ০১৬১৭-৫৮০৩৯৮
ইমেইলঃ ee_eden@pwd.gov.bd